অভিনয়ের জন্য কুকুরটিকে অস্কার দেওয়ার দাবি!

অভিনয়
অভিনয়ের জন্য কুকুরটিকে অস্কার দেওয়ার দাবি

পিবিএ ডেস্ক: কুকুরও অভিনয় জানে তা দেখল বিশ্ববাসী। প্রভুভক্তির খ্যাতি বিশ্বজোড়া, বুদ্ধিমত্তা নিয়েও খুব একটা সন্দেহ নেই। তবে, তাদের অভিনয় দক্ষতাও কিন্তু দেখার মতো! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে এমনই একটি ভিডিও।

এতে দেখা যায়, এক নারী তার পোষা কুকুরের নখ কাটার চেষ্টা করছেন। এক হাতে কুকুরের পা ধরে উঁচু করে অন্য হাতে নেইলকাটার তুলতেই শুরু হয় আসল নাটক! ফিল্মি কায়দায় ধীরে ধীরে পড়ে যায় কুকুরটি। চোখ বড় বড় আর চার পা উঁচু করে রেখে অজ্ঞান হওয়ার দারুণ অভিনয় করতে থাকে সে।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। এত নিখুঁত(!) অভিনয়ের জন্য কুকুরটিকে অস্কার দেওয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...