অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের কাঁদানে গ্যাস নিক্ষেপ

পিবিএ,ডেস্ক: মেক্সিকোর ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তিহুয়ানায় সীমান্ত বেড়া অতিক্রম করতে চাওয়া ১৫০ অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য করে এ গ্যাস ছোড়া হয়।

মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষা সংস্থা দাবি করেছে, সীমান্ত অতিক্রমের চেষ্টাকারী অভিবাসী নয় বরং পাথর নিক্ষেপকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। শিশুসহ কোনো অভিবাসীকে রাসায়নিকে আক্রান্ত হতে দেখা যায়নি, শুধু পাথর নিক্ষেপকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাঁদানে গ্যাস।

এদিকে এপি’র একজন ফটোগ্রাফার তিহুয়ানা সৈকতের কাছে মেক্সিকো সীমান্তের ভেতরে কমপক্ষে তিনবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখেছেন। তিনি বলেন, এতে নারী ও শিশুসহ অভিবাসীদের পাশাপাশি সাংবাদিকরাও আক্রান্ত হন। মার্কিন সীমান্ত রক্ষীরা কাঁদানে গ্যাস ছোড়ার পরই পাথর নিক্ষেপ করেছে।

মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষা সংস্থা জানিয়েছে, ২৫ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে এবং বাকিরা বেড়ার নিচে থাকা একটি গর্ত দিয়ে মেক্সিকোতে ফিরে গেছেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...