পিবিএ,ঢাকা: আবারও ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতো অনন্ত ৪০ জন নিখোঁজ রয়েছে। লিবিয়ার উপকূলে মঙ্গলবার ইউরোপমুখী এই নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম বলেছেন, তারা এ পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছেন। ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এছাড়া এখন পর্যন্ত ৬৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই সুদানের নাগরিক বলেও জানান তিনি। গাসিম আরও বলেন, এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ইউএনএইচসিআর-র একজন মুখপাত্র চার্লি ইয়াক্সলে বলেছেন, প্রায় ৪০ জন মানুষ মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন বলে তারা আশঙ্কা করছেন।
ভূমধ্যসাগর পাড়ি দেয়া লোকদের জন্য একটি স্বাধীন সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন জানাচ্ছে, ওই নৌযানটিতে ১০০ জন অভিবাসী ছিলেন। তারা বলছে, নৌকাটি থেকে অভিবাসীরা তাদের ফোন করে নিজেদের বিপদের অবস্থার কথা জানায়।
এদিকে লিবিয়ার কোস্টগার্ড বলেছে, চলতি মাসেই তারা শত শত অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধা দেয়া হয়েছে।
ইউরোপ পাড়ি দেয়ার ক্ষেত্রে আফ্রিকার অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর চলমান বিশৃঙ্খলার সুযোগে মানবপাচারকারীরা লিবিয়া থেকে নৌকা ও জাহাজে অভিবাসীদের ইউরোপে পাচার করছে।
পিবিএ/বাখ