অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পেলে কঠোর ব্যবস্থা: রেলমন্ত্রী

পিবিএ,ঢাকা: রেল দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। সাশ্রয় ও সাধারণ মানুষের বহন, যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এখানে দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নতুন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার বিকালে রেলপথ মন্ত্রণালয় সভাকক্ষে রেলপথ বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা নতুনরা একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কঠিন থেকেও কঠিন হব। আমাকে সময় দিন, সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করব। নূরুল ইসলাম সুজন বলেন, আপনাদের নিয়েই রেলকে বিশ্বদরবারে উন্নতির শিখরে নেব। সবাইকে কাজ করতে হবে। আমি কথায় বিশ্বাসী নয়, বেশি কথা নয়, কাজে বিশ্বাসী, কাজ করতে চাই। যার যার দায়িত্ব যথাযথ পালন করতে হবে। কোনো অবস্থাতেই অনিয়ম করা যাবে না।

তিনি বলেন, দুর্নীতি জিরো ট্রলারেন্সে নিয়ে আসতে সবকিছুই করা হবে। রেলে আমূল পরিবর্তন আনতে গিয়ে আরও নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পগুলো যথাসময়ের মধ্যে সমাপ্ত করতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। তবে, সবাইকে কাজ করতে হবে। কাজে, দায়িত্বে ফাঁকি দেয়া যাবে না।

এর আগে তিনি দুপুরের দিকে মন্ত্রণালয়ে এলে কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ে মহাপরিচালক কাজী রফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...