অভিষেকেই সেঞ্চুরি, বাবার রেকর্ডে ভাগ বসালেন শচীনপুত্র

৩৫ বছর আগে রঞ্জি ট্রফির অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিকেটের ইশ্বরখ্যাত শচীন টেন্ডুলকাল। এবার সে রেকর্ডে ভাগ বসালেন তারই ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার গোয়ার হয়ে অভিষেক রঞ্জি ম্যাচে ১৭৭ রান করেছেন শচীন পুত্র।

চলতি মৌসুমে মুম্বাই ছেড়ে গোয়ায় নাম লিখিয়েছেন অর্জুন। সেখানে গিয়ে সুযোগও পেয়ে যান তিনি। আর সেটাই কাজে লাগিয়েছেন ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার। রঞ্জিতে খেলতে নেমেই রাজস্থানের বিপক্ষে হাঁকালেন সেঞ্চুরি। পারভোরিমে গোয়া ক্রিকেট সংস্থার মাঠে হয়েছে গোয়া-রাজস্থানের ম্যাচটি।

ম্যাচেব অর্জুন যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন গোয়ার স্কোর ২০১ রানে ৫ উইকেট। তারপরে গোটা মাঠ জুড়ে তান্ডব চালালেন কিংবদন্তি পুত্র। দুর্দান্ত ইনিংসে এক ডজন বাউন্ডারি হাঁকিয়েছেন অর্জুন, সঙ্গে দুটো ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। ষষ্ঠ উইকেটে সুযশ প্রভুদেশাইয়ের সঙ্গে ২০৫ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন তিনি।

গত মৌসুমে রঞ্জির ফাইনালে খেলেছিল মুম্বাই। সেবার অর্জুনকে স্কোয়াডে রাখলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে ছিলেন অর্জুন, তবে একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি বাঁহাতি এ অলরাউন্ডারকে। এবার শেষমেষ রঞ্জিতে খেলার সুযোগ আসে তার।

শচীনপুত্রকে দলে ভিড়িয়ে এক বিবৃতি প্রকাশ করে এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট। সেখানে তারা জানায়, ‘ক্যারিয়ারের এই সময়ে যত বেশি ম্যাচ খেলবে অর্জুন, ততই ভালো। আমাদের বিশ্বাস রাজ্য বদল করলে ওর খেলার সম্ভবনা আরও বাড়বে। নিজের ক্রিকেট ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু করতে চলেছে ও।’

রঞ্জি ট্রফি শুরুর আগে শচীন গোয়ায় গিয়েছিলেন পুত্র অর্জুনের সঙ্গে সাক্ষাৎ সারতে। মুম্বাইয়ে অর্জুন সবসময়ই প্রচারের আলোয় থাকছিলেন। পারফরম্যান্স নিয়ে চলত অবিরত কাটাছেঁড়া। চলতি সিজনে গোয়ার জার্সিতেই বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলিতে খেলেছিলেন জুনিয়র টেন্ডুলকার। বাঁ হাতি ব্যাটসম্যান এবং মিডিয়াম পেসার অর্জুন আটটি লিস্ট-এ ম্যাচে অংশ নিয়ে আটটি উইকেট নেন। তিনটি টি২০ ম্যাচে চারটে উইকেটও নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

আরও পড়ুন...