পিবিএ স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি রদ্রিগো। ২০১৮ সালের জুনে চুক্তি হলেও এবারের দলবদলের মৌসুমেই রিয়ালের দলে যোগ দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। গতকাল ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের বদলি হিসেবে তাকে মাঠে নামান জিদান।
মাঠে নেমেই নিজের সামর্থ্যের ঝলক দেখান এই তরুণ ফরওয়ার্ড। মাঝ মাঠ থেকে উড়ে এসে বল দারুন দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্স বরাবর এগিয়ে যান তিনি। তারপর হালকা বডি মুভমেন্টে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোরালো শট নেন গোল বরাবর। ওসাসুনার গোলরক্ষক নাভাস পরাস্ত হলে রেকর্ডের পাতায় নাম উঠে যায় রদ্রিগোর। ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদোর পর প্রথম টাচেই রিয়ালের হয়ে অভিষেকে গোল করার রেকর্ড গড়লেন এই ওয়ান্ডারবয়!
পিবিএ/বাখ