‘অযথা ফটোসেশন না করে সক্রিয়ভাবে কাজ করুন’

পিবিএ ঢাকা: সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, তাই ক্যামেরার সামনে নেতাদের অযথা ফটোসেশন করলে হবে না, কাজ ও করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দয়া করে আপনারা লোক দেখানো কাজ করবেন না। আর ফটোসেশন করে কখনও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অতএব সক্রিয় ভাবে কাজ শুরু করুন ওয়ার্ডে ওয়ার্ডে। তবেই অনেকাংশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’

কয়টা ওয়ার্ড পরিচ্ছন্ন হয়েছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আপনারা যারা সিটি করপোরেশনের কাউন্সিলর ও ওয়ার্ডের নেতা আছেন একযোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ শুর করেন। তবেই নগরবাসী এর সুফল পাবে। অনুষ্ঠান আর ফটোসেশন করে আর যাই হোক কখনও ডেঙ্গু রোগের বাহক এডিশ মশা নিধন হবে না।’

মুখে নয়, কাজের মাধ্যমে ডেঙ্গুমুক্ত দেশ গড়তে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর চারটি বাজে বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা চার নম্বরে। প্রধানমন্ত্রী সব কাউন্সিলরদের পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওর্য়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের সহায়তা করবেন।’

এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী। একই সঙ্গে মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল তা খুঁজেও পাওয়া যেত না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পিবিএ/ইকে

আরও পড়ুন...