পিবিএ,ডেস্ক: দখল, রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক ভারতের অযোধ্যার বাবরি মসজিদ তথা রাম মন্দির নিয়ে বিতর্কের শেষ নেই। এই বিতর্ক নিয়ে সেখানে ঝড়েছে অনেক প্রাণ। তবু সেই বিতর্কের শেষ নেই। রমজানের পবিত্র মাসে সম্প্রীতির নয়া নজির দেখল বাবরি বিধ্বস্ত অযোধ্যা ৷ ধর্মের বেড়াজাল ভেঙে সোমবার মুসলিম সম্প্রদায়ের মানুষ অযোধ্যার সীতারাম মন্দির চত্বরে বসে ইফতার করলেন ৷ ইফতার শেষে চলল খাওয়া দাওয়ার পালা ৷ এমন নজির ইতিহাসে বিরল । এতে আবারো প্রমান হলো ইসলামই সবশ্রেষ্ঠ ধর্ম । ইসলাম ধর্মে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই । তবে মন্দির কর্তৃপক্ষেরও এমন আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য
দৃষ্টান্ত হয়ে থাকবে ।মন্দিরের প্রধান পুরোহিত যুগল কিশোরের বরাত দিয়ে ভারতের সংবাদসংস্থা এএনআই জানায়, এই নিয়ে তৃতীয়বারের মতো ইফতারের আয়োজন করা হয়েছে এই মন্দিরে। ভবিষত্যেও করা হবে ৷ প্রত্যেক ধর্মের উৎসব এভাবেই প্রত্যেকের সমান উৎসাহের সঙ্গে পালন করা উচিত৷
মন্দির কর্তৃপক্ষের এই ইফতার আয়োজনের সিদ্ধান্ত রীতিমত খুশি স্থানীয় মুসলিমরা ৷ অবশ্য এই নজির নবরাত্রিতেও দেখা যায় অযোধ্যায়৷ স্থানীয় মসজিদে পালন করা হয় নবরাত্রি ৷ ধুমধাম করে সব রকম রীতি মেনে নবরাত্রি পালনে হিন্দুদের সঙ্গেই মেতে ওঠেন সেখানকার মুসলমানরা।