পিবিএ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ‘এ’ ক্যাটাগরির অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে।
কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বা ১.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩.২০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির ১৮ লাখ ৫৪ হাজার ৬৮টি শেয়ার ৮৯৩বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা। সারাদিনে কোম্পানিটির শেয়ার দর ১২.১০ টাকা থেকে ১৩.২০ টাকা পর্যন্ত ওঠানামা করে।
গত এক মাসে এ কোম্পানির সর্বোচ্চ দর ছিলো ১৩.৮০ টাকা এবং সর্বনিম্ন ১১.৮০ টাকা। এছাড়া গত এক বছরে এ কোম্পানির সর্বোচ্চ দর ছিলো ২১.৩০ টাকা এবং সর্বনিম্ন ১১.৭০ টাকা।
অলিম্পিক এক্সেসরিজ ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। এর রিজার্ভ ও সারপ্লাসের পরিমাণ ৭২ কোটি ৬১ লাখ টাকা। এ কোম্পানির ১৫ কোটি ৪১ লাখ ১৫ লাখ ২৩৮টি শেয়ারের মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ২৫.৮১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০.৬২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৩.৫৭ শতাংশ শেয়ার।