অল্পের জন্য বেঁচে গেলেন মন্ত্রী

পিবিএ ডেস্ক: ইন্দোনেশিয়ার সাবেক সেনাপ্রধান ও বর্তমানে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী উইরানতোকে (৭২) আইএস জঙ্গিরা ছুরিকাঘাত করেছে। নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দেশটির জাফা দ্বীপের বেনতেন প্রদেশের একটি শহরে বৃহস্পতিবার গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের উঠার আগে আইএস সদস্যরা তার উপর হামলা চালায়। খবর বিবিসির।ঘটনার পরপরই মন্ত্রী উইরানতোকে হেলিকপ্টার যোগে রাজধানী জাকার্তায় একটি হাসপাতালে নেয়া হয়।

ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী উইরানতো

এ ঘটনায় মন্ত্রীর পাশাপাশি এক পুলিশ কর্মকর্তাসহ আরও দুজন আহত হন। হামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে তার মন্ত্রীর পাকস্থলীতে দু’টি ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তিনি শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগের উইরানতো দেশটির সেনা প্রধান ও ২০০৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। উইরানতো ২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জোকো উইদোদো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় হামলার এই ঘটনা ঘটল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...