অল্পের জন্য ভারতের রানের পাহাড় টপকাতে পারলো না অস্ট্রেলিয়া

পিবিএ ডেস্ক: এই ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। বিশ্ব ক্রিকেটে সব সময়ই ভারত-অস্ট্রেলিয়া (India-Australia) ম্যাচের একটা অন্য গুরুত্ব রয়েছে। এই দুই দলের ক্রিকেট মাঠের শত্রুতার অনেক নজির রয়েছে। আর সেই দুই দলই রবিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কেনিংটন ওভালে। ভারতের ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সহজেই জিতে নিয়েছিল ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার ছিল তিন নম্বর ম্যাচ। ছিল জয়ের হ্যাটট্রিকের সুযোগ। প্রথম ম্যাচে আফগানিস্তান ও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের বিরুদ্ধে একরাশ আত্মবিশ্বাস নিয়েই নেমেছিলেন স্মিথ, ওয়ার্নাররা। কিন্তু সেই আত্মবিশ্বাস ব্যাট হাতেই ভেঙে দিয়েছিলেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা। সঙ্গে ভারতের স্কোর। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের দেওয়া ৩৫৩ রানের টার্গেটের সামনে ৩১৬ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া।

লাইভ স্কোরকার্ড

ম্যাচ ১৪, দ্য ওভাল, লন্ডন, জুন ০৯, ২০১৯

ভারত ৩৫২/৫ (৫০.০)

অস্ট্রেলিয়া ৩১৬/১০ (৫০.০)

ম্যাচ সেরা : শিখর ধাওয়ান (ভারত)

ম্যাচ শেষ

অস্ট্রেলিয়া কে ভারত ৩৬ রানে হারালো

প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে থামে ৩৫২/৫-এ। ওপেনার জুটি রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ১৭৪ রান।রোহিত ৭০ বলে করেন ৫৭ রানের ইনিংস। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত। অন্যদিকে, শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ১০৯ বলে ১১৭ রান।গত ম্যাচে রান করতে পারেননি শিখর, হয়তো সে কারনেই এতটা মুখিয়ে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭তম ওডিআই সেঞ্চুরিটি করে ফেললেন শিখর ধাওয়ান।

শুরুটা দুই ওপেনার কিছুটা ধিরে চলো নীতি নিয়েই করেছিলেন। অকারণে উইকেট ছুঁড়ে দিতে চাননি তাঁরা। যার ফল হাতে-নাতে পেল ভারতীয় দল। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্যে। প্রথম ম্যাচে রান পাননি বিরাট কোহলিও। এ দিন তাঁর ব্যাট থেকে এল ৭৭ বলে ৮২ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে ৪৮ রানের ইনিংস খেললেন হার্দিক পাণ্ড্যে। ১৪ বলে ২৭ রান করলেন এমএস ধোনি। দেখা গেল তাঁর সেই চেনা ওভার বাউন্ডারিও। তাও হাঁকালেন মিচেল স্টার্ককে। লোকেশ রাহিল তিন বলে ১১ রান করে অপরাজিত থাকলেন। ইনিংস শেষে অস্ট্রেলিয়ার জন্য রানের পাহাড় তৈরি করে গেলেন রোহিত, শিখর, বিরাটরা। যা পেরিয়ে যাওয়া সহজ ছিল না। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করল ভারত।

অস্ট্রেলিয়ার বোলিংকে কার্যত অকেজ করে দিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। মার্কাস স্তইনিস দুটো উইকেট নিলেন। একটি করে উইকেট নিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান কুল্টার-নাইল।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের মতই ধিরে চল নীতি নিয়েই ব্যাটিং শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ৮৪ বলে ৫৬ ও অ্যারন ফিঞ্চ ৩৫ বেল ৩৬ রানের ইনিংস খেললেন। এরপর তিন নম্বরে নামা স্টিভ স্মিথ ও চারে নামা উসমান খোয়াজা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন। কিন্তু বিরাট রানের লক্ষ্যে যে রান দরকার ছিল তা কারও ব্যাট থেকেই আসেনি। স্টিভ স্মিথ ৭০ বলে ৬৯ ও খোয়াজা ৩৯ বলে ৪২ রান করে আউট হয়ে যান।

এর পর গ্লেন ম্যাক্সওয়েল ২৮, মার্কাস স্তইনিস ০, নাথান কুল্টার-নাইল ৪, প্যাট কামিন্স ৮ রান করে আউট হয়ে যান। সাত নম্বরে ব্যাট করতে নেমে কিছুটা ভরসা দেন অ্যালেক্স ক্যারি। হাফ সেঞ্চুরি করেন তিনি। অস্ট্রেলিয়া ৩০০ রানের গণ্ডিও পেরিয়ে যায়। শেষ ওভারে জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪১ রান। বল করতে এসেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু লক্ষ্য থেকে ৩৬ রান পিছনেই থামতে হল অস্ট্রেলিয়াকে।

ভারতের হয়ে তিন উইকেট নেন যশপ্রীত বুমরা। দুটো করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।

ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্যে, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...