অল্প দামের ফোন; ভাঙবেও না, ভিজবেও না

sutterbugs-ragod-PBA

পিবিএ ডেস্ক: হাত থেকে পড়লেও ভাঙবে না এবং পানিতে পড়ে গেলেও ভিজবে না। এমন ফোন বাজারে এসেছে। ‘রাগড’ নামের এই ফিচার ফোন তৈরি করেছে শাটারবাগস নামের একটি প্রতিষ্ঠান।

ফোনটি শুধুমাত্র ওয়াটার এবং ড্রপ প্রুফই নয় এটি ডাস্ট প্রুফও। একটি সঙ্গে একটি ভাইব্রেশন প্রুফও। যারা অ্যাডভেঞ্চারে যান তাদের জন্য এটি একটি আদর্শ ফোন।

ডুয়াল সিম কার্ডের এই ফোনের অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে ফোনটি অন্য ফোনকে চার্জ করতে সক্ষম। অর্থাৎ এটাকে পাওয়ার ব্যাংক হিসেবেও কাজে লাগানো যাবে।

২.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। বিশেষ ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ এবং এলইডি ফ্ল্যাশ। যেটাকে ছবি তোলার পাশাপাশি টর্চ হিসেবেও ব্যবহার করা যাবে।

ফোনটিতে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে।

বাংলাদেশি টাকায় ফোনটির মূল্য মাত্র দুই হাজার টাকা।

পিবিএ/এফএস

আরও পড়ুন...