অশোভন অঙ্গভঙ্গির জন্য এক ম্যাচ বাতিল হতে পারে রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পিবিএ ডেস্ক: বিতর্ক ছাড়া তিনি খুব একটা থাকতে পারেন না। সে মাঠের মধ্যের হোক বা মাঠের বাইরের। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুরন্ত একটা হ্যাটট্রিক। আর সেই হ্যাটট্রিকে ভর করেই জুভেন্টাস আটলান্টিকো মাদ্রিদকে হারিয়ে কে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে চাম্পিয়নস লীগে। কিন্তু এত বড় সাফল্যের সঙ্গেও জড়িয়ে গিয়েছে নতুন এক বিতর্ক। গোল তো করেছেন, কিন্তু তার সঙ্গে ছিল গোলের উৎসবও। আর সেই উৎসব পালন করে গিয়েই করে ফেলেছেন অন্যায়। ম্যাচ শেষে গ্যালারির দিকে তাকিয়ে যে অঙ্গভঙ্গি করেছেন তিনি তা নিয়ে প্রশ্ন তুলে উয়েফার কাছে রোনাল্ডোর শাস্তির দাবী জানিয়েছিল আটলান্টিকো। এর পরই নড়েচড়ে বসে উয়েফা।

সাময়িক তদন্তের পর উয়েফা জানিয়ে দিয়েছে রোনাল্ডোর আচরণ অশোভন ছিল। আপাতত পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে উয়েফা। ২১ মার্চ তার রায় দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তদন্তের ফল যদি রোনাল্ডোর বিরুদ্ধে যায় তা হলে এক ম্যাচ নির্বাসন হতে পারে তাঁর। যা সমস্যায় ফেলতে পারে তাঁর দল জুভেন্টাসকে। যদি তাঁর এক ম্যাচ নির্বাসন হয় তা হলে সেমিফাইনালের প্রথম লেগে আয়াখসের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।

একইভাবে প্রথম লেগে জিতে খারাপ অঙ্গভঙ্গিক নজির রেখেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়নে। তাঁকে আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছিল। সিমিয়নের সেই ব্যবহারের পাল্টাই দিতে চেয়েছেন রোনাল্ডো। আর সেটা করতে গিয়েই শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে।

জুভেন্টাসের তরফে প্রশ্ন উঠছে যদি সিমিয়নের আচরণ নিয়ে তদন্ত না হয় তা হলে রোনাল্ডোর আচরণ নিয়ে কেন তদন্ত হবে। আর কেনই বা তাঁকে নির্বাসিত করা হবে?

পিবিএ/এএইচ

আরও পড়ুন...