অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বির্নিমাণে জাসদ কাজ করছে

পিবিএ,যশোর: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি বলেছেন,দেশ কোন দলের নয়,জনগণের।জনগণের দুর্ভোগ লাঘবে জাসদ সবসময় সোচ্চার ছিলো,আজও আছে। বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে। সুশাসন ও দুর্নীতির প্রশ্নে জাসদ কোনভাবেই আপোষ করবে না।

অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বির্নিমাণে জাসদ কাজ করছে
অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বির্নিমাণে জাসদ কাজ করছে

দল-বল নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নত দেশ গঠনে এগিয়ে আসতে হবে। শনিবার (২৫মে) প্রেসক্লাব যশোরে বৃহত্তর যশোরের জাসদ নেতাদের সাথে মতবিনিময় সভায় শিরিন আক্তার এসব কথা বলেন। জাসদের কার্যকরী সভাপতি ও যশোর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন,দেশে বর্তমানে ধান নিয়ে কৃষক বিপাকে রয়েছে।

কৃষি প্রধান দেশে কৃষকের যে প্রধান ফসল ধান চাষ করেও কৃষকের লাভ হচ্ছে না। কৃষক ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বির্নিমাণে জাসদের সংগ্রামকে আরো গতিশীল করার আহবান জানান।

যশোর জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন ও সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু।এ সময় আরো বক্তব্য রাখেন,জাসদ নেতা আব্দুস সালাম,শেখ গোলাম মর্তুজা,কামরুজ্জামান চপল ও চন্দন চক্রবর্তী প্রমুখ।

পিবিএ/জেএইচ/আরআই

আরও পড়ুন...