অসুস্থ বসের অক্সিজেনের সুইচ বন্ধ করে দিলেন কর্মচারী

পিবিএ ডেস্ক: আইসিইউতে চিকিৎসাধীন অসুস্থ বসের অক্সিজেনের সুইচ বন্ধ করে দিলেন কর্মচারী। তবে তা রিয়েল লাইফে নয়, রিল লাইফে। ‘লোভে লাভ’ নামের নাটকে এমন দৃশ্য দেখা যাবে।

নাটকের দৃশ্যে দেখা যাবে, ফরিদের বয়স ৪০ অথবা ৪২ এর কাছাকাছি। তিনি একটি হাসপাতালের আইসিইউ বিভাগের ওয়ার্ড বয়দের প্রধান। তিনি অবিবাহিত। রুনা পেশায় একজন ইন্টার্ন ডাক্তার। প্রতিদিন তার কাছে যদি কোন রোগী নাও আসেন তারপরও তার একজন রোগী নিয়মিত থাকেন। এবং তিনি হলেন ফরিদ। ফরিদের আবার নাকি প্রতিদিন বুকে ব্যাথা এবং মুখে অরুচি। অন্যদিকে, রুনা বলেন গ্যাস্ট্রিক এবং অনিদ্রা। এজন্যই এমন হচ্ছে। রুনা হসপিটালে এসে একটা প্রেসক্রিপশনে হজমলা ও একটা ঘুমের ঔষধ লিখে হালিমের হাতে দিয়ে ফরিদকে দিয়ে আসতে বলেন। ফরিদ হালিমের উপর খুব বিরক্ত হয়। হালিমকে চাকরি থেকে বহিষ্কার করা হবে বলে হুমকি দেয়। হালিম ফরিদের সহকারী হিসেবে কাজ করেন।

কোন একদিন ফরিদ এবং হালিম তাদের প্রতিদিনের কাজ শেষ করে বসে থাকেন। হঠাৎ করে তারা পাশ থেকে একজনের কান্নার শব্দ শুনতে পান। স্বভাবতই তার মায়া হয় এবং তারা গিয়ে বলেন, কি হয়েছে? মহিলা তখন বলেন, তার মা অসুস্থ। এবং তার জন্য একটি আইসিইউ এর সিট প্রয়োজন। কিন্তু এই হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে কোন সিট খালি নেই, যদিও সিট খালি করলে ২০ হাজার টাকা দেয়া হবে। হালিম এবং ফরিদ মায়াবশত আইসিইউ এর ডাক্তার এর কাছে গিয়ে সিট খালি করে দিতে বলেন। কিন্তু, ডাক্তার বলেন, “আমি কিভাবে সিট খালি করবো। আমি কি বলবো আমার আত্মীয় অসুস্থ। আমি কি রোগীর অক্সিজেন খুলে ফেলবো। ফরিদ এবং হালিমকে বকাঝকা করে রুম থেকে বের করে দেন ডাক্তার।

এরপর থেকেই হালিম এবং ফরিদ বুঝতে পারেন অক্সিজেন বন্ধ করলেই রোগী মারা যায়”। তাই সুযোগ বুঝে আইসিইউর অক্সিজেনের সুইচ বন্ধ করে দেন। এবং রোগী মারা গেলে সুইচ আবার অন করে দেন। এভাবেই তাদের নতুন ব্যবসা শুরু হয়। তারা ওয়ার্ড বয় পেশার বাইরেও আইসিইউ এর সিট এর ব্যবসা শুরু করে দেন। সিট ভাড়ার টাকা দিয়ে তারা অর্থ-সম্পত্তি করা শুরু করেন। হঠাৎ একদিন ফরিদ হাসপাতালে আসার পথে রাস্তায় এক্সিডেন্ট করে তারই হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। ডাক্তাররা তাকে নিয়ে বোর্ড মিটিং বসান। অন্যদিকে ফরিদের এই অবস্থা দেখে হালিমের মন খুব খারাপ হয়।

এবং তিনি খুবই কান্নাকাটি করেন। হঠাৎ তার কাছে একজন রোগীর আত্মীয় আসেন এবং একটি আইসিইউ এর সিট ম্যানেজ করে দিতে বলেন। সিটের বিনিময়ে তাকে বিশাল অংকের টাকা অফার করেন। প্রথমে তিনি রাজি না হলেও পরবর্তীতে রাজি হন। পরের তিনি বসের অক্সিজেনের সুইচ বন্ধ করেছিলেন কিনা সেটা জানতে হলে দেখতে হবে নাটকটি। তিনি আইসিইউ রুমে তার বস ফরিদের কাছে যান এবং কানে কানে টাকার কথা বলেন। ফরিদ চোখ খুলে তাকায়। হালিম আস্তে করে অক্সিজেনের সুইচটা বন্ধ করে দেন। এরপরের গল্পটা জানতে দেখতে হবে নাটকটি।

আগামীকাল শুক্রবার নাগরিক টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘লোভে লাভ’ নামের এই নাটকটি। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মুকিত জাকারিয়া, পায়েলিয়া পায়েল প্রমুখ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...