পিবিএ ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে টিনেজার মার্কেটার বিপক্ষে পুরো আত্মবিশ্বাসী ছিলেন বার্টি। ম্যাচে ফেবারিটও ছিলেন এই অস্ট্রেলিয়ান। দাপট নিয়ে খেলে সরাসরি ২-০ সেটে জয় তুলে নিয়েছেন বার্টি। মার্কেটাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পাশাপাশি প্রথম কোন গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। ফলে ৪৬ বছরে প্রথম কোন অজি নারী হিসেবে এই শিরোপা ঘরে তুললেন বার্টি।
এদিকে, আসরের পুরুষ এককের সেমিফাইনালে অঘটন ঘটেছে। প্রতিপক্ষ ডমিনিক থিমের বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে সমানে সমান লড়েও শেষপর্যন্ত ৫ সেটের ম্যাচে হেরে যান এই নোভাক জোকোভিচ। ম্যাচে ৬-২, ৩-৬, ৭-৫, ৫-৭ ও ৭-৫ গেমে হেরে আসর থেকে বিদায় নেন জোকো।
পিবিএ/এমএসএম