অস্ট্রেলিয়ার বিপক্ষ শ্রীলঙ্কার ইতিহাসে লজ্জাজনক পরাজয়

পিবিএ স্পোর্টস ডেস্ক: অস্ট্রেরিয়ার ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। শ্রীলঙ্কার ইতিহাসে লজ্জাজনক পরাজয়। শুধু তাই নয়, ইনিংসের শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজনীয় রান রেট ছিলো ৮২২! যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ! এমন ম্যাচে অস্ট্রেলিয়ার ছঁড়ে দেয়া ২৩৩ রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে মাত্র ৯৯ রানে। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে মালিঙ্গার দল। ফলে ১৩৪ রানে হেরে অস্ট্রেলিয়া সফর শুরু করলো লঙ্কানরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে ব্যাটিং দাপট দেখিয়েছেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। এ ত্রয়ীর ঝড়ো ব্যাটিংয়ে দুশো পেরোনো ইনিংস দাঁড় করাতে কোনো সমস্যা হয়নি অজিদের। দেড় বছর পর ঘরের মাঠে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ওয়ার্নার। ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।

পাশাপাশি ফিঞ্চ ৩৬ বলে ৬৪ এবং ম্যাক্সওয়েল মাত্র ২৮ বলে ৬২ রানের ক্যামিও ইনিংস খেলে দলের রান ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যান। সফরকারীদের হয়ে উইকেট দুটি শিকার করেন সান্দাকান ও শানাকা। কাসুন রাজিথা এদিন ৪ ওভারে ৭৫ রান দিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ খরুচে বোলারের লজ্জার রেকর্ড গড়েন।

পাহাড়সম রান তাড়া করতে নেমে দিশেহারা হয়ে পড়েন লঙ্কান ব্যাটসনম্যানরা। ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি কেউ। স্টার্ক ও কামিন্সের গতি ঝড়ের পর জাম্পাা ঘূর্ণিতে একেবারে কুপোকাত হয় গুনাথিলাকারা। দলের হয়ে সর্বোচ্চ শানাকা ১৭ ও পেরেরা ১৬ রান করেন। বাকিরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। স্টার্ক ও কামিন্স দুটি করে এবং জাম্পা তিনটি উইকেট নেন। একটি শিকার করেন অ্যাস্টন আগার। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতক করা ওয়ার্নার ম্যাচসেরা নির্বাচিত হন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৩০ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...