অস্ত্রসহ ছাত্র শিবিরের সেক্রেটারি গ্রেফতার

 

পিবিএ,ঢাকা: একাধিক মামলার আসামি নড়াইল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামকে (২৮) একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কালিয়া উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম কালিয়া উপজেলার বিলধুড়িয়া গ্রামের আব্দুল মালেক সিকদারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,রফিকুল ইসলামকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার নামে নাশকতা ও অস্ত্র আইনে আরও তিনটি মামলা রয়েছে।
পিবিএ /ইএইচকে

আরও পড়ুন...