পিবিএ ডেস্ক: আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রীর অস্ত্রোপচারের পরও অবস্থা আশঙ্কাজনক। গতকাল তাকে লাইফসাপোর্টে রেখেই অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলেও শংকা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মাদ্রাসাছাত্রীর স্বাস্থ্যের বিষয়ে বুধবার(১০এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ওর অবস্থা আগের মতোই আছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। আজকে আমরা আবার সিঙ্গাপুর তার চিকিৎসার বিষয়ে কথা বলব।
ডিএমসিএইচর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে সোমবার তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। লাইফসাপোর্টে রেখেই তার অস্ত্রোপচার হয়েছে। সকালে আমাদের চিকিৎসকরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সার্বক্ষণিক আপডেট তাদের জানানো হচ্ছে। মেয়েটির শরীরের ৭০ শতাংশ ‘ডিপ বার্ন’। তার একটা অস্ত্রোপচার হয়েছে। এখন তার অবস্থার উন্নতি হবে বলে আশা করছি।’
পরিচালক আরও বলেন, ‘আমরা সব সময় প্রত্যাশা করি রোগী ফিরে আসবে। এ ক্ষেত্রেও একই ধরনের প্রত্যাশা করছি। এই রোগীর ক্ষেত্রে বেশ কিছু জটিলতা থাকলেও সৃষ্টিকর্তা সহায় থাকলে অনেক কিছুই সম্ভব।’ অগ্নিদগ্ধ ছাত্রীর সুস্থতায় তিনি দেশবাসীকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
পিবিএ/এফএস