পিবিএ,ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চালু করেছে ডিএসই মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে এবং এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে দেড়গুণ। একইসঙ্গে বেড়েছে গ্রাহকসংখ্যাও।
ডিএসইর হতে জানা গেছে, ২০১৮ সাল শেষে মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৩৯ হাজার ৩৪৩-এ উন্নীত হয়েছে, ২০১৭ সালে যা ছিল ২৫ হাজার ২৬। এক বছরের ব্যবধানে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪ হাজার ৩১৭।
২০১৭ সালে অ্যাপটির মাধ্যমে ৩৫ লাখ ৮৮ হাজার ৮৩৫টি আদেশ পাঠানো হয়। ২০১৮ সালে আদেশের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৪ লাখ ৭১ হাজার ৮৩৫টি। এক বছরের ব্যবধানে আদেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২ দশমিক ৪৬ শতাংশ। মোট আদেশের মধ্যে ২০১৭ সালে কার্যকর হয় ২২ লাখ ৫৪ হাজার ৯৬৭টি এবং ২০১৮ সালে ৩৭ লাখ ২৬ হাজার ৪৫৪টি। আদেশ কার্যকর করাও ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বৃদ্ধি পেয়েছে ৬৫ দশমিক ২৫ শতাংশ।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, ‘শেয়ার লেনদেনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ডিএসইর মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে। এতে বিনিয়োগকারীরা সহজেই তার শেয়ারের তথ্য জানতে পারছেন। নিজেই শেয়ার লেনদেন করতে পারছেন। বর্তমানে সবাই প্রযুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছেন। এজন্য ডিএসই এমন উদ্যোগ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডিএসইর মোবাইল অ্যাপটিতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য কয়েক স্তরের নিরাপত্তা দেওয়াল তৈরি আছে অ্যাপটিতে। আরও সহজে কীভাবে অ্যাপটি বিনিয়োগকারীরা ব্যবহার করতে পারবেন, সেজন্য ডিএসই চিন্তাভাবনা করছে। সময়ের আলোকে ভবিষ্যতে মোবাইল অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’
জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ মোবাইল অ্যাপটি চালু করে ডিএসই। চালুর পর থেকে ধীর গতিতে চলছিল গ্রাহকসংখ্যা বৃদ্ধি। বছর শেষে গ্রাহকসংখ্যা দাঁড়ায় ছয় হাজারে। বর্তমানে পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা রয়েছে ২৮ লাখ ২৬ হাজারের ওপরে। সময়ের পেরোনোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যাপক প্রচারণার পরে ২০১৭ সালের শুরু থেকে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেতে থাকে দ্রুত। ফলে দুই বছরের ব্যবধানে গ্রাহকসংখ্যা প্রায় সাতগুণ বৃদ্ধি পেয়েছে।
পিবিএ/এফএস