জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী রিপন সাহা (২৮) ও জুয়েল আহমেদ (২৭)। তাদের মদ পানের জন্য হয়তো প্রবল তৃষ্ণা জেগেছিল। তাইতো রাতেই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে ছুটে এসেছিলেন ঢাকার ওয়ারী এলাকায়। প্রায় ১৬ লিটার মদও সংগ্রহ করেন তারা। কিন্তু যাওয়ার সময় বাধ সাধে বেরসিক পুলিশ। অ্যাম্বুলেন্স ও চালক আব্দুল্লাহ দুলালসহ তাদেরকে আটক করে।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওয়ারী এলাকার রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে মদ নিয়ে যাওয়ার সময় তারা আটক হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।
তিনি জানান, তারা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মাদক নিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন। দুই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র। তাদের মধ্যে একজন রিপন সাহা দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের ও জুয়েল আহমেদ ৪৪তম ব্যাচের ছাত্র।
মজিবুর রহমান আরও জানান, তাদের কাছ থেকে ১৫-১৬ লিটার মদ জব্দ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।