অ্যাম্বুলেন্স না ডেকে ভিডিও করায় ব্যস্ত,বৃদ্ধার মৃত্যু

পিবিএ ডেস্ক: ভিডিও ভাইরালের নেশায় শনিবার অমানবিক এক ঘটনার সাক্ষী হয়ে রইল তামিলনাড়ুর পুদুচেরি। এদিন ওই ভিডিওয়ে দেখা গেল মুমূর্ষু এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য। নেই অ্যাম্বুলেন্স, নেই কোনও বাইক বা চার চাকার গাড়িও! ফলে ওই রোগীকে ঠেলাগাড়ি করেই নিয়ে যেতে বাধ্য হলেন রোগীর আত্মীয়রা। কারণ যানবাহনের ব্যবস্থা করার ক্ষমতা বা সুযোগও তাঁদের কাছে ছিল না। অথচ সেই দৃশ্য ভিডিওবন্দি করার বদলে অ্যাম্বুলেন্সে ফোন করা বা সাহায্যের জন্য এগিয়ে আসতে কাউকে দেখা যায়নি। ভিডিও ভাইরাল হল বটে কিন্তু এই অমানবিক কারণে রাস্তাতেই প্রাণ হারাতে হল ৬৫ বছরের ওই বৃদ্ধকে।

জানা গিয়েছে, গত বুধবার পুদুচেরির সুথুকেনিতে শ্যালকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তামিলনাড়ুর বিলুপুরম জেলার বাসিন্দা সুব্রামণি। বেশ কিছুদিন ধরেই তিনি যক্ষায় ভুগছিলেন বলেই জানা যাচ্ছে। তবে শ্যালকের বাড়ি যাওয়ার পর এদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। তিনি জানিয়েছেন, এদিন তাঁর স্বামী অচেতন হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁরা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যথাযথ কোনও ব্যবস্থাই করে উঠতে পারেননি। শেষে একটা ছোট্ট ঠেলাগাড়ি জোগাড় করে তাতেই সুব্রামণিকে চাপিয়ে হাসপাতালমুখী হন তাঁরা। পুলিস জানিয়েছে, পরিবারের সদস্যদের কারও কাছেই মোবাইল ফোন নেই, ফলে অ্যাম্বুলেন্সে ফোন করতেও পারেননি।

প্রায় চার কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা জানান পথেই সুব্রামণির মৃত্যু হয়েছে। এরপর হাসপাতালের কর্মীরা জানান, সুব্রামণির মরদেহ ২৫ কিলোমিটার দূরের তামিলনাড়ুতে তাঁর বাড়িতে স্থানান্তরিত করতে পারবেন না তাঁরা। কোনও উপায় না দেখে পরিবারটি ফের ওই ঠেলাগাড়িতে মরদেহ চাপিয়ে গ্রামের দিকে রওনা দেওয়ার উদ্যোগ নেন। তবে জে মুরুগানন্দন নামক এক পুলিস অফিসার তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। মরদেহ নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...