আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে ২০২২) ঢাকা সেনানিবাসস্থ আইএসপিআর কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইএসপিআর পরিচালক ডিজাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিআর পরিচালকসহ ডিজাব সভাপতি মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্য নেতৃবৃন্দ ও আইএসপিআরের কর্মকর্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন ডিজাবের সহসভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ বাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কার্যনির্বাহী সদস্য মাসুদ করিম, আলী আসিফ শাওন প্রমূখ।
মতবিনিময়কালে আইএসপিআর তথা সশস্ত্র বাহিনীর সঙ্গে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আয়োজন, পেশাগত মান উন্নয়নে কর্মশালা-সেমিনারসহ নানা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।