আইএস প্রধানকে ধরিয়ে দিলে আড়াই কোটি ডলার পুরস্কার

abu-bakar-al-bagdi-PBA

পিবিএ ডেস্ক: মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসপ্রধান আবু বকর আল বাগদাদিকে ধরিয়ে দিতে যথাযথ তথ্য দিলেই আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ইরাকের সেনাবহিনী।

আনবারপ্রদেশের ইব্রাহিম আল আওসাজ নামে এক কর্মকর্তা চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, লোকজনকে পুরস্কারের বিষয়ে জানাতে আনবারের রাজধানী রামাদিতে এ ঘোষণাসংবলিত লিফলেট ছড়িয়েছে ইরাকের সেনাবাহিনী।

ওই লিফলেটে বলা হয়েছে, দায়েশ নেতা ও তার যোদ্ধারা আপনাদের ভূমি দখল করছে এবং আপনাদের আপনজনদের হত্যা করছে। এখন সে তার পরিকল্পিত ধ্বংস ও মৃত্যুর হাত থেকে বাঁচতে লুকিয়ে আছে। গোয়েন্দাকে তার বিষয়ে সন্ধান দিয়ে এখন আপনারা প্রতিশোধ নিতে পারেন।

কয়েক দিন আগেই মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স পূর্বাঞ্চলীয় সিরিয়ায় আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।

এর পরই আবার বাগদাদিকে ধরিয়ে দেয়ার পুরস্কার ঘোষণায় ধারণা করা হচ্ছে, পূর্ব সিরিয়ায় পরাজয়ের পর বাগদাদি নিজের সঙ্গীদের নিয়ে ওই এলাকা থেকে পালিয়েছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...