পিবিএ,ডেস্ক: যে কোনো মূল্যে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে গ্রেফতার অথবা হত্যার ঘোষণা দিয়েছে ইরাক সরকার। বুধবার এপিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পানিসম্পদমন্ত্রী জামাল আল আদিলি বলেন, ইরাকে আইএসের মাথা তুলে দাঁড়ানোর আর কোনো শক্তি অবশিষ্ঠ নেই।
বাগদাদিকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তার মাথার দাম নির্ধারণ করেছে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি মার্কিন ডলার। ২০১৪ সালে ইরাকের মসুলে এক বক্তৃতার মাধ্যমে তথাকথিত ‘খিলাফত’ ঘোষণার পর থেকে তাকে আর কেউ স্বচক্ষে দেখতে পেয়েছে বলে দাবি করেনি।
গত সপ্তাহের শুরুর দিকে বাগদাদি একটি ১৮ মিনিটের অনলাইন বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তার সমর্থকদের উজ্জীবিত করার বক্তব্য দিয়েছেন। কিন্তু কবে কোথা থেকে ভিডিওটি ধারণ করা তার কোনো হদিস বা খোঁজ সেখানে নেই।
তখন ইরাকের মসুলে আইএস বাহিনীর সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর তুমুল লড়াই চলছিল। সে সময় শহরের বাইরের কোনো এক জায়গা থেকে আল-বাগদাদি ৪৫ সেকেন্ডের একটি রেডিও বার্তার মাধ্যমে তার অনুসারীদের লড়াই চালিয়ে যেতে উৎসাহ দেন। সেই বার্তাটি জোট বাহিনী পরিচালিত আড়ি পাততে সক্ষম একটি গোয়েন্দা বিমানের মাধ্যমে ধরা পরে । কিন্তু এরপরই আইএস নেতাকে তার দেহরক্ষীরা সেই জায়গা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যায়। এরপর আর কখনোই কোনো রেডিও বার্তা তিনি প্রচার করেননি।
পিবিএ/হাতা