এখন আমার মূল টার্গেট অভিনয় : বিপাশা কবির

bipasha-kabir

পিবিএ, বিএফডিসি : পাশা কবির নামটি শুনলেই কোটি তরুণের হৃদয়ে ধরপড়ানি শুরু হয়। তার কারণ একটাই। তিনি আমাদের ঢালিউডের ‘আইটেম গার্ল’ তিনি। আইটেম কন্যা হিসেবেই ‘ওয়ার্নিং’, ‘বিগ বস’, ‘ব্ল্যাক মানি’, ‘লাভ ম্যারেজ’, ‘রাজা বাবু’সহ ঢালিউডের একাধিক ছবিতে দেখা গেছে তাকে। দর্শকরাও গ্রহণ করেছে তাকে ব্যাপকভাবে। তাই তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

কিন্তু আইটেম গানে কাজ করতে ঢালিউডে আসেননি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি তো হিরোইন হবো বলেই চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছিলাম। কিন্তু যে ছবিতে কাজ করবো বলে কথাবার্তা এগোচ্ছিল সেটা জাজের ব্যানারে ছিল। সেখানে পরে অন্য একজন কাজ করে। কিন্তু আজিজ ভাই বললেন, ছবিতে আমাকে থাকতেই হবে। আইটেম গানে কাস্ট করা হলো আমাকে। গানের শিরোনাম ছিল ‘প্রেম রসিয়া হবো ক্যামনে’। গানটি কতোটা হিট হয়েছিল সেটা সকলেই জানেন। এই গানের সাফল্যের কারণেই একর পর এক ডাক পেতে থাকি। আর এভাবেই আমি হয়ে উঠি আইটেম কন্যা।”

আমাদের কোরিওগ্রাফির মান সম্পর্কে তিনি বলেন, ‘বাইরের দেশের সঙ্গে বিচার করলে বলবো, খারাপ না। ঢালাওভাবে বলা যাবে না। সবাই ভাল করছে বা খারাপ করছে, এভাবে বলার সুযোগ নেই। তবে, এ সেক্টরে বাজেট বাড়াতে হবে। বাজেট বাড়লে ভাল কোরিগ্রাফাররা এখানে কাজ করবে। তখন মান আরো বেড়ে যাবে। তারপরও বর্তমান বাটেজেও ২-৩জন বেশ ভাল কাজ করছেন।’

bipasha kabir2

আইটেম গান পেশা হিসেবে নেওয়া সম্ভব কিনা প্রশ্নে তার উত্তর, ‘আমি যখন করেছি তখন হাইলি পেইড আর্টিস্ট হিসেবেই করেছি। সবাইকে বলেছি, এর কমে আমি করবো না। হয়তো দর্শকদের কাছে আমার গ্রহনযোগ্যতা ছিল বলেই তারা আমাকে সেই এমাউন্টটাই দিয়েছেন। কিন্তু পরবর্তীতে নতুনরা এসে এই যায়গায় কম্প্রোমাইজ করেছে। অল্প পারিশ্রমিকে কাজ করেছে। তাই সবার কথা বলতে পারবো না। আমি চাইলে পেশা হিসেবে নিতে পারতাম। আর অঅইটেম গান সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। সেটা হলো, আইটেম গান মানেই কাপড় খোলা নয়, অশ্লীলতা নয়। আইটেম গান মানে আমার কাছে বিনোদন। সেটা দর্শকদের বড় কাপড় পরেও দেওয়া সম্ভব।’

ক্যারিয়ার নিয়ে বর্তমান পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আইটেম গানের পাঠ চুকিয়েছি দু’বছর আগেই। ২০১৬ সালের ১১ মার্চ নায়িকা হিসেবে আমার প্রথম ছবি মুক্তি পায়। নাম ছিল ‘গুন্ডামি’। এরপর থেকে ৬-৭টা ছবিতে নায়িকা চরিত্রে কাজ করেছি। এখন আসলে এই নায়িকা চরিত্রেই কাজ করতে চাই। যদি খুব স্পেশাল কোন গানের জন্য আমাকে ডাকা হয় তবে মাঝে মধ্যে আইটেম গান করবো হয়তো। কিন্তু এখন আমার মূল টার্গেট অভিনয়।”

পিবিএ/জিজি

আরও পড়ুন...