ষড়যন্ত্রকারিদের মুক্তির পক্ষে আইনি লড়াইতে না নামার আহবান হুইপ ইকবালুরের

সালাহ উদ্দিন আহমেদ, পিবিএ,দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জননেন্ত্রী শেখ হাসিনাকে ১৯বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি প্রতিবার প্রাণে বেঁচে গেছেন। যারা হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল রাজপথে তাদের স্থান হতে পারেনা। ষড়যন্ত্রকারি কারাবন্ধীদের মুক্তির পক্ষে আইনি লড়াইতে না নামার জন্য আইনজীবিদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে দিনাজপুরের আইনজীবি সমিতির নিজস্ব ১০ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ওই আহবান জানান হুইপ ইকবালুর রহিম। ভবন নির্মানে প্রাথমিকভাবে বরাদ্ধ করা হয়েছে আড়াই কোটি টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবি সমিতির সভাপতি নুরুজ্জামান জাহানী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ, আজিজ আহমেদ ভুঞা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মোঃ আয়েজ উদ্দীন আহমেদ, জয়েন ডিস্ট্রিক জজ তাসকিনুল হক, এ্যাডভোকেট ইছাহক, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট তহিদুল হক এবং এ্যাডভোকেট সারোয়ার আহমেদসহ অন্যান্যরা। ভিত্তিপ্রস্তর শেষে নির্মানাধীন ভবনের কাজ পরিদর্শন করেছেন তারা।

 

 

পিবিএ/এসইউএ/এইচএইচ

আরও পড়ুন...