আইনশৃংখলা পুনরুদ্ধার করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ইউনূস

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। অন্যথায় ভারতসহ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি সবাইকে যার যার কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনটিভিতে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. ইউনূস। এতে তিনি বলেছেন, এখন যেহেতু প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, পরিস্থিতি উন্নতির দিকে মোড় নিয়েছে এবং দেশকে নিশ্চিত করতে হবে যে উদযাপনের মেজাজ খারাপ না হয়। লোকেদের উদযাপনের পরে বাড়ি ফিরে আসা উচিত এবং এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে।

দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর সেনাবাহিনীর ৪৫ মিনিটের আল্টিমেটামে পদত্যাগ করেন হাসিনা। এখন তিনি ভারতে অবস্থান করছেন। তবে তার পরবর্তী গন্তব্য সম্পর্কে এখনও জানা যায়নি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে এনডিটিভির সাংবাদিক জানতে চান, বিক্ষোভকারীরা কেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করছে? তাদের ক্ষোভ তো হাসিনার বিরুদ্ধে।

জবাবে ড. ইউনূস বলেন, এ বিষয়টির জন্য হাসিনাকে দোষারোপ করা প্রয়োজন। হাসিনা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছেন। যাতে তার পিতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

হাসিনার শাসন মানুষের মধ্যে তিক্ততা ছড়িয়েছে। সুতরাং এ বিষয়গুলোকে এখন তারা কিছুই মনে করছে না। এখন যা হচ্ছে তার জন্য সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রীকেই এসব দায় নিতে হবে।

সাংবাদিক আরেক প্রশ্নে প্রফেসর ইউনূসের কাছে জানতে চান, আপনি কী বিশ্বাস করেন- এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে তা কি আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে? কারণ কিছুক্ষণ আগেই আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে মানুষ গণভবনে প্রবেশ করেছে এবং তারা থানাগুলোতে ঢুকে অস্ত্র লুট করছে।

জবাবে ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা। কেননা হাসিনা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। কার্যত এ কারণেই তার সরকারের পতন হয়েছে। সুতরাং এখন যা চলছে তা হাসিনা রেজিমেরই প্রতিষ্ঠা করা বিষয়। এখন আমাদের জনগণের উল্লাস শেষ করে তাদের ব্যবসা এবং কর্মক্ষেত্রে ফিরে যাওয়া উচিৎ।

ওই সাংবাদিক আরও জানতে চান, এখন হাসিনা ভারতে রয়েছেন। তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন কিন্তু সেখানকার সরকার তার আবেদন মঞ্জুর করেনি। আপনি কী মনে করেন হাসিনাকে এখন কোন দেশ রাজনৈতিক আশ্রয় দেবে?

জবাবে ইউনূস বলেন, আমার এ বিষয়ে কোনে ধারণা নেই। আমি কোনো সরকার নই। এছাড়া আমার এ বিষয়ে কারে সাথে যোগাযোগও হয়নি।

আরও পড়ুন...