পিবিএ,ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও তদন্তকারী সংস্থা প্রধানগণের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক আইনশৃংখলা সংস্থা গুলোর কর্মকান্ড তুলে ধরা হয়।
আজ বুধবার(২০ ফেব্রুয়ারি) র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধী সনাক্তকরণ এবং যোগাযোগ মাধ্যমসমূহ মনিটরিং এর নিমিত্তে এনটিএমসি’র প্রতিষ্ঠালগ্ন থেকে স্থাপিত মনিটরিং সিস্টেমের মাধ্যমে ইতিমধ্যে সকল আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাসমূহ আধুনিক মনিটরিং সুবিধা প্রাপ্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিবিহিন ভুয়া ফেসবুক আইডি ৭৫২টি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গ, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে মানহানিকর ও ভুয়া ৭১টি ফেসবুক পোস্ট লিংক বন্ধ করা হয়েছে।
ভুয়া ও মিথ্যা খবর এবং জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়ায় ও জঙ্গি তৎপরতা প্রচারনার কাজে ব্যবহৃত এমন ৫৪টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর নামে অনুমতিবিহিন ভুয়া ফেসবুক আইডি ৫৭৮টি, ভুয়া ফেসবুক পেইজ ২৭০টি, ভুয়াফেসবুক গ্রুপ ০৮টি বন্ধ করা হয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজটি ফেসবুক ভেরিফাইড করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর নামে অনুমতিবিহিন ভুয়া ফেসবুক পেইজ ১৫টি, ভুয়া ফেসবুক গ্রুপ ০৬টি বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নামে অনুমতিবিহিন ভুয়া ফেসবুক আইডি ০৮টি, ভুয়া ফেসবুক পেইজ ০৩টি, ভুয়া ফেসবুক গ্রুপ ১৪টি বন্ধ করা হয়েছে।
জঙ্গি তৎপরতা প্রচারনার কাজে ব্যবহৃত ১৪১টি ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে।
পিবিএ/বা.খ