আইপিএলে সাকিবের শেষ ম্যাচ আজ, দেখেনিন একাদশ

পিবিএ,খেলাধুলা : আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪.৩০ মিনিটে। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্হান করছে হায়দরাবাদ। টানা তিন ম্যাচ হারের পর গত ম্যাচে চেন্নাইকে হারিয়েছে হায়দরাবাদ। আজ কলকাতার বিপক্ষে মাঠে নামবে তারা।

প্লে-অফ নিশ্চিত করতে তাদের লড়াইটাও কলকাতার সাথে। কেননা আজ হারলে পেছনে পড়ে যেতে পারে অরেঞ্জ আর্মিরা। তাই এই ম্যাচে একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে।অন্যদিকে শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের খুব কাছে গেয়ে হেরেছিল কলকাতা। ব্যাট হাতে ঝড় তুলেএ দল জেতাতে পারেননি রাসেল। তাই চেয়েছেন ব্যাটিং অর্ডারে পরিবর্তন। ব্যাটিং অর্ডারের সাথে একাদশে পরিবর্তন আনতে পারেন নাইটরা। অভিষেক হতে পারে ম্যাট ক্যালির।

সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ:

ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শংকর, দীপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদির, সন্দীপ শর্মা, খালেল আহমেদ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:

ক্রিস লিন, সুনীল নারাইন, নিতিশ রানা, রবিন উথাপ্পা, দিনাশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাবমান গিল, আন্দ্রে রাসেল, পিয়ুষ চাউলা, কুলদীপ যাদব, প্রসিদ কৃষ্ণা, মাট ক্যালি।

তবুও এবারের আসরে সাকিবকে আর না পাওয়ার কথা ভেবে হয়ত একাদশে সাকিবকে সুযোগ দিলেও দিতে পারে হায়দ্রাবাদ। আর সুযোগ না পেলেও আগামীকালই দেশে ফিরে আসতে পারেন সাকিব। কারণ বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প শুরু হওয়ায় ২২ এপ্রিলেই দেশে ফিরতে হবে তাকে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...