আইসিইউতে ভর্তি ক্লোজআপ ওয়ান তারকা লিজা

পিবিএ ডেস্ক: ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা আইসিইউতে ভর্তি হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে পেটের প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হন লিজা। পরে চিকিৎসক জানিয়েছেন পিত্তথলিতে পাথরে কারণে বেশি হয়েছেন। দ্রুত অপারেশন না করলে ক্যান্সার হতে পারে। এদিন রাতেই লিজার গলব্লাডারে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সারাদিন তিনি স্কয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন। রাতে তাকে ভিআইপি কেবিনে স্থানান্তর করেন। বিষয়টি পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন লিজার ছোট ভাই শুভ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আপু গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই গতকাল অস্ত্রোপচার করা হয়েছে।

শুভ আরও বলেন, অস্ত্রোপচারের পর আপুর জ্ঞান ফিরেছে। আমাদের সঙ্গে টুকটাক কথাও বলছেন। তবে এখন তিনি শঙ্কামুক্ত আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে বাসায় ফিরতে পারবো বলে আশা করছি। গানের সব ক্ষেত্রেই সরব কণ্ঠশিল্পী লিজা। অডিওর পাশাপাশি চমকে ভরা বেশ কিছু মিউজিক ভিডিওতেও তার পারফরমেন্স বেশ প্রশংসিত হয়েছে। সেই সঙ্গে দেশ-বিদেশের স্টেজ শোতেও তাকে ব্যাপক ব্যস্ততা।

লিজা ২০০৮ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান ‌‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম হন। গানের ভূবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুলের শিক্ষিকা রাবেয়া খানমের পরামর্শে বাবা তাকে ভর্তি করে দেন ‘গৌরীপুর সঙ্গীত নিকেতন’-এ। এখানে তিনি বছর তিনেক উচ্চাঙ্গ, পল্লী আর আধুনিক গান শিখেছিলেন। তারপর লিজা গান শিখেছেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন আনুর কাছে। এই ওস্তাদজী তাকে শিখিয়েছেন ক্ল্যাসিক্যাল, আধুনিক গান। মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেন নতুন কুঁড়ি (২০০৪)- এ অংশগ্রহণের মাধ্যমে।

সেই থেকে গানের সাথেই আছেন হালের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। ২০১২ সালে লিজার স্বপ্নে যোগ হয় নতুন প্রাপ্তি। ওই সময়ই প্রকাশিত হয় লিজার প্রথম একক অ্যালবাম। অ্যালবামের নাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। লিজার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে।

এছাড়া অগণিত মিক্সড এবং ডুয়েট অ্যালবাম, অসংখ্য প্লে-ব্যাক করার পাশাপাশি নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন লিজা। আধুনিক, ক্ল্যাসিক্যাল, ফিল্ম স্কোর, ফিউশন, পপ, হিপহপ, রক- সব ধরনের গানই কণ্ঠে তুলে নিতে দেখা যাচ্ছে লিজাকে। অসংখ্য মিউজিক ভিডিওতেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...