আইসিসি’র টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

Rashid

পিবিএ ডেস্ক : আইসিসি’র সদ্য প্রকাশ হওয়া বোলারদের টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখলে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। পাশাপাশি পাকিস্তানি স্পিনার শাদাব খানকে পিছনে ফেলে একলাফে দুই নাম্বারে উঠে এসেছেন ভারতের কুলদীপ যাদব। ভারতীয় লেগ স্পিনার কুলদীপের এটা কেরিয়ারের এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স।

আইসিসি’র সদ্য প্রকাশ হওয়া র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কুলদীপ। শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদ খানের থেকে ৬৫ রেটিং পয়েন্ট কম ভারতীয় স্পিনারের। কুলদীপ শেষ ১০টি টি-২০টিতে ২৩টি উইকেট পেয়েছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...