পিবিএ ডেস্ক: প্রয়াত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ঘোষণা দিয়েছিলেন, নগরীর একটি সড়কের নামকরণ করা হবে এই কিংবদন্তির নামে। এবার নিজের দেওয়া কথা রাখলেন মেয়র। চট্টগ্রামের প্রবর্তক মোড়ের নামকরণ করা হচ্ছে ‘আইয়ুব বাচ্চু চত্বর। সেখানে বসানো হচ্ছে রুপালি গিটারের আদলে একটি গিটার।
জানা গেছে, গোলপাহাড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট নামে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। প্রবর্তক মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত প্রায় ৪৫০ মিটার এলাকা সৌন্দর্য্য বর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই এটি উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, গত বছর ১৮ অক্টোবর মারা যান ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। ২০ অক্টোবর তাকে চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
পিবিএ/বিএইচ