আওয়ামী লীগের তৈরি আইনে ছাত্রলীগ নিষিদ্ধ: ছাত্রদল সভাপতি

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামীলীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাসী আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।

সাংগঠনিক কাজে পটুয়াখালী সফর শেষে শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় কুয়াকাটায় সাধারণ মানুষের মাঝে দলীয় প্রচারণা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রদল শোডাউনে বিশ্বাস করে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিতে চাই। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা জনপ্রিয় তাদেরকে আমরা নেতৃত্বে নিয়ে আসবো।

এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কুয়াকাটা রাখাইন মার্কেটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা উল্লেখিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের মাঝে ধানের শীষে ভোট চান।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি শাকির আহমেদ, সহ-সভাপতি এইচ.এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম.এম মাসুদ, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার, ৩ নং যুগ্ম আহবায়ক প্রিন্স শরীফসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...