বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন:- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও বগুড়ার শাজাহানপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু (৫৫)।
বুধবার রাজধানীর ধানমন্ডি এবং তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার মামলার আসামি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলামকে ধানমন্ডি এলাকা থেকে র্যাব-২ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে সহিংসতায় জড়িত থাকায় বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুর হক আরজুকে তেজগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-১২। তাদের আজ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।