নয়ন চক্রবর্তী , পিবিএ, বান্দরবান : বান্দরবানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা।
সোমবার দুপুর ১টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মং র্ম থোয়াই (৪৮)মোটরসাইকেল যোগে রোয়াংছড়ি হতে বান্দরবান আসার পথে সামগ্রী এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ৫ রাউন্ড গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বেলা ২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএ’কে বলেন, স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। হয়েছে তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। যাহারা ঘটিয়ে থাকুক না কেন তাদেরকে অতিসত্বর খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে । তদন্ত অব্যাহত আছে।
পিবিএ/নয়ন/জেডআই