আওয়ামীলীগ নেতা মিলনের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী

পিবিএ,গাইবান্ধা: অবিশ্বাস্য হলেও সত্য একই ব্যক্তি দেড় শতাধিক মামলার স্বাক্ষী কথিত আওয়ামীলীগ নেতা মিলন। তার অত্যাচারে অতিষ্ট এলাকার সর্বস্তরের মানুষ প্রতিকার ও শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেছেন। আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকালে রাইগ্রাম জামে মসজিদের সামনে এ মানববন্ধনে সর্বস্তরের এলাকাবাসী অংশ গ্রহন করে তদন্ত সাপেক্ষে কথিত আওয়ামীলীগ নেতা মিলনের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

গাইবান্ধা জেলার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামে কথিত আওয়ামীলীগ নেতা মিলনের বাড়ী। কে এই রাইগ্রামের মিলন।কিইবা তার পরিচয়।অতি সম্প্রতি বেশ পরিচিত হয়ে উঠেছেন । তিনি রাইগ্রামের মৃত গোলাম আলীর ছেলে। মিলন ব্যক্তিগত জীবনে মূলতঃ কিছুই করেন না। আয়ের একমাত্র উৎস আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনের আঙ্গিনা। তিনি আওয়ামী রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলেন না বা এখনো নন। স্থানীয় সচেতন রাজনৈতিক বোদ্ধারা তাকে যারা চিনেন তারা তাকে পরীক্ষিত সুবিধাবাদী বলেই চিনেন বা জানেন। এ অঞ্চলের অন্যতম হেরোইনসহ বিভিন্ন মাদকের অভয়ারণ্য বা প্রধান ঘাঁটি রাইগ্রাম আর এ গ্রামটিকে আয়েত্তে নিতে তিনি হয়ে পড়েন মরিয়া । কিন্তু প্রথমত মাদকবিহীন বেশ শান্তি পূর্ণ পরিবেশ বজায় থাকলেও পরবর্তিতে ওই যা তাই-ই। যদিও অতীতের সেই পরিস্থিতি বর্তমান সময় আমুল পরিবর্তন ঘটেছে। এই মাদকঘাঁটি বেষ্টিত এই মিলনের বসতবাড়ী। প্রশাসনের দফায়-দফায় পৃথক অভিযানে অদ্যাবধি অগণিত মাদক মামলা দায়ের হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য প্রায় দেড় শতাধিক মাদক মামলার স্বাক্ষী এই মিলন।অর্থাৎ সুবিধাবাদী এই মিলনের কলকাঠির ইশারায় এসব মামলার মূল উৎপত্তি। যার পুরোটাই রহস্যজনক। মিলন জ্বরে আক্রান্ত পুরো রাইগ্রামবাসি। মিলন যেমন চোরকে বলেছে চুরি করতে ঠিক তেমনি গৃহস্থকে বলেছে জেগে থাকতে।আর এমনিভাবে একই ব্যক্তি পর-পর দেড় শতাধিক মাদক মামলার স্বাক্ষী বনেছেন।স্বাক্ষী হবার সুবাদে দু’হাতে কামিয়েছেন অবৈধ অর্থ।

পিবিএ/আশরাফুল ইসলাম/এসডি

https://youtu.be/C69_lWhx3ok

আরও পড়ুন...