পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চৌরাস্তার মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, সন্ধ্যার পর বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সোনা শিকদার ও পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশ ও সাংবাদিকসহ পাঁচজন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ১০ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় শৈলকুপা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে উভয় গ্রুপের ৮জনকে আটক করেছে।
পিবিএ/এজে/আরআই