আওয়ামী লীগ নেতা সুইডেন আতাউর গ্রেফতার

পিবিএ,ঢাকা: জালিয়াতি ও প্রতারণা মামলায় নরসিংদীর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই নরসিংদী মডেল থানায় তাকে হস্তান্তর করে সিআইডি। গ্রেপ্তার আতাউর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। পুলিশের কাছে তিনি নিজেকে সুইডেন আওয়ামী লীগের সভাপতি বলে দাবি করেছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নরসিংদীতে শিল্প প্রতিষ্ঠানসহ একাধিক মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ এবং মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০০২ সালে ১২৪ শতাংশ জমিতে সুতা উৎপাদনের শিল্পপ্রতিষ্ঠান মোল্লা স্পিনিং মিল প্রতিষ্ঠা করেন আবদুল মতিন মোল্লা। প্রতিষ্ঠানটির অনুকূলে ১৫ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প ঋণ এবং সাড়ে ৮ কোটি টাকা চলতি মূলধন ঋণ দেয় সোনালী ব্যাংক। কিন্তু প্রতিষ্ঠানটির তৎকালীন নির্বাহী পরিচালক আমজাদ হোসেন ভূঁইয়ার অনিয়ম ও দুর্নীতির কারণে লোকসানে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে ২০০৫ সালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মতিন ব্যক্তিগত গ্যারান্টি এবং দায়দেনা থেকে অব্যাহতির শর্তে নিজের এবং দুই সন্তানের সব শেয়ার আমজাদ হোসেন ভূঁইয়া এবং আমজাদের স্ত্রী-সন্তানদের কাছে হন্তান্তর করেন। শর্ত সাপেক্ষে মালিকানা পরিবর্তনের প্রস্তাব ব্যাংক কর্তৃপক্ষ অনুমোদন করে। কিন্তু ওই শর্তাদি না মানা এবং জয়েন্ট স্টক কম্পানিতে জালিয়াতি ও ঋণ মঞ্জুরিপত্রের শর্তানুসারে ব্যাংকঋণের কোনো কিস্তি পরিশোধ না করায় সোনালী ব্যাংক আমজাদ হোসেনদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসেবে বাতিল করে। একই সঙ্গে ব্যাংকটি আবদুল মতিনকে মিলটির দায়িত্বভার নেওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১ নভেম্বর মতিন মোল্লা মিলের দখল বুঝে নেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...