আওয়ামী লীগ স্বাধীনতার স্বপ্ন থেকে দূরে সরে গেছে: সেলিম

পিবিএ,ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, স্বাধীনতার ৫০ বছর হতে চললেও দেশে অধিকাংশ মানুষের সরকার কায়েম হয়নি। বারবার লুটপাট ও দুর্নীতিবাজদের কবলে দেশ নিষ্পেষিত হয়েছে। সবার অধিকার প্রতিষ্ঠায় লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার স্বপ্ন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও অনেক দূরে সরে গেছে।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দু’দিনব্যাপী বর্ধিত সভার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ক্ষেতমজুরসহ গ্রামের গরিব মানুষদের ক্ষমতার আন্দোলন শুরু করতে হবে। খয়রাতি-ভাতার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। আর ‘ভিশন মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়ন করেই লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

ক্ষেতমজুর সমিতির সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দুলাল বিশ্বাস, হারুন আল বারী, আবুল শাহাবুদ্দিন, ইদ্রিস আলী, বলাই শীল, খলিলুর রহমান, আবদুল হান্নান, আবুল কাসেম, মশিউর রেজা, আবদুল মজিদ, রাকেশ সরকার, হাবিবুর রহমান, রেজাউল করিম সুইট, শাহজাহান, রৈহিত ইসলাম মিন্টু, আমিনুল ইসলাম পিপুল, আরিফুল ইসলাম নাদিম প্রমুখ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...