আক্কেল দাঁত না তুললে যা হতে পারে?

পিবিএ ডেস্ক : দাঁতের কষ্ট দূর করতে অনেক ধরনের যত্ন নিয়ে থাকি আমরা। তবে শত যত্ন আক্কেল দাঁতের যন্ত্রণায় ভোগেননি এমন মানুষ পাওয়া কঠিন। তবে আক্কেল দাঁত কি তুলে ফেলবে, নাকি দাঁত তুলে ফেললে শরীরের ক্ষতি হবে। এ নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা আছে।

কিন্তু দাঁতের চিকিৎসকরা বলেন, আক্কেল দাঁত তুলে ফেলাই ভাল। কিন্তু অনেকে মনে করেন আক্কেল দাঁত থেকে যদি ব্যথা-যন্ত্রণা না হয়, তাহলে তা তোলার কী প্রয়োজন? আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলছে সমস্যা না থাকলেও আক্কেল দাঁত তুলে ফেলাই মুখের স্বাস্থ্যের জন্য উপকারি। আক্কেল দাঁত থেকে সব সময়ে যে ব্যথা হয় তা নয়। কিন্তু আক্কেল দাঁত মুখের অন্য দাঁতগুলোর ক্ষতি করে। আক্কেল দাঁত ভেঙে মাড়ির মধ্যে আটকেও যায় অনেক সময়।

আক্কেল দাঁত তাই যত অল্প বয়সে সম্ভব, তুলে ফেলার পরামর্শ দিচ্ছেন ডেন্টিস্টরা। কারণ যত বয়স বাড়বে তত মুখের ভেতরের হাড় শক্ত হয়ে যাবে। আক্কেল দাঁত তোলা ততই কঠিন ও কষ্টসাধ্য হয়ে উঠবে। আক্কেল দাঁত থেকে এমনকি সাইনাসের সমস্যা হতে পারে। মুখের ভেতরের ওই স্থানে আক্কেল দাঁতের কারণে ঠিকমতো পরিষ্কার করতে না পারায় সেখানে খাবার জমে ব্যাকটেরিয়া জন্ম নেবে।

এখান থেকে দাঁতে ক্ষয়ও শুরু হতে পারে। তাই সময় থাকতে থাকতে আক্কেল দাঁত তুলে ফেলুন এমনটাই চিকিৎসকদের মতামত।

পিবিএ/এমএস

আরও পড়ুন...