পিবিএ, ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের সবুজ রেষ্ট হাউজের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক যুবক ও এক ব্যক্তি এবং এক যুবতীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই রেষ্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের সুমন মিয়ার স্ত্রী আঁখি বেগম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাসানি গ্রামের হারুন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫) ও একই গ্রামের তাহের মিয়ার ছেলে মো. কাউছার (৪৫)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী পিবিএ,কে বলেন, দিনেদুপুরে শহরের ব্যস্ততম এলাকার সবুজ রেষ্ট হাউজের একটি রুমে ওই ৩জন অসামাজিক কাজ করার সময় পুলিশ তাদের আটক। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পিবিএ/এমআই/হক