পিবিএ,আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২৫ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার বিকালে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো দেবগ্রামের সোহাগ মোল্লা ও হানিফ মিয়া।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দেবগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।
পিবিএ/কেএমআই/আরআই