পিবিএ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিকারমোড়া এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো উমেদপুর গ্রামের মৃত মাজিদ মিয়ার মেয়ে লাভলী(৩৮) ও ছয়ঘড়িয়া গ্রামের কাছু মিয়ার ছেলে মাজিদ (৩৫)। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৭০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে মাদক নির্মূল করা হবে।
পিবিএ/এমআই/হক