পিবিএ,আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। সরকার রোববার থেকে দোকান পাট মার্কেট ও শপিংমল খোলে দেন। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে ব্যবসায়ীরা দোকানপাট খোলছেন না।
এর আগে দোকান না খোলা রাখার বিষয়ে পৌর শহরের সড়ক বাজার ও বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির লোকজন সংশ্লিষ্ট প্রশাসনের সাথে বৈঠক করেন।
সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির খোকা সত্যতা নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সভা করে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা এনে শপিংমল মার্কেট সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, আখাউড়া থানা পুলিশ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকলেই উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তর রেইনা।
তিনি আরো বলেন যে ভাবে সীমিত আকারে নির্ধারিত দোকানপাট খোলা থাকে সেগুলোই শুধু খোলা থাকবে। কেউ সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তাই রোববার সকাল থেকে দোকান পাট খোলা হয়নি।
পৌর শহরের সড়ক বাজার ও বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সচেতন বাসিন্দারা।
জানা যায়, এ উপজেলায় বেশীভাগ লোকজন প্রবাসী। যাদের বৈদেশীক মুদ্রার আয়ও সর্বাধিক। ফলে ঈদ মৌসুমে কেনাকাটায় লোকসমাগম বেশী হয়ে থাকে। এতে করে করোনা পরিস্থিতি অনেকটাই ঝুকিপূর্ণ হয়ে পড়তে পাড়ে।
উল্লেখ্য এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৫ জন। এরমধ্যে ১ জন মারা গেছে। বাকীরা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
পিবিএ/কাজী সুহিন/এএম