পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজ হওয়া বৃদ্ধ বিরু দাসের (৭৫) লাশ সোমবার সকালে একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।পৌর এলাকার দেবগ্রামের রেলসেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আখাউড়া খড়মপুর দাসপাড়া এলাকার
বাসিন্দা বিরু দাস রবিবার থেকে নিখোঁজ ছিলেন।
আখাউড়া থানার ওসি মো. রসুল আহম্মেদ নিজামী জানান, ওই
ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে।
সোমবার সকালে এলাকার লোকজন খালে লাশ বাসতে দেখে পুলিশকে খবর দেয়। ওই
ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/কাজী সুহিন/এসডি