আখাউড়ায় পেয়ারা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পেয়ারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপজেলার শতাধিক পরিবারে পেয়ারা চাষ বদলে দিয়েছে তাদের কর্মময় জীবন ধারা। চলতি মৌসুমে নানা প্রতিকুলতা অপেক্ষা করে পেয়ারা চাষে কৃষকরা সবুজ বিল্পব ঘটিয়েছে। এখানকার পেয়ারা কোনটি গাঢ় সবুজ,আবার কোনটি হালকা সবুজ লাল হলদে আবরনে মিশ্রন । বাংলার আপেল খ্যাত এখানকার পেয়ারা রসালো ও সুস্বাধু হওয়ায় জেলাসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে ও যতেষ্ট কদর। এদিকে স্থানীয় বাজারে পেয়ারা বিক্রিতে ভাল দাম পাওয়ায় কৃষকের মুখেও হাসি ফুটে উঠেছে।
উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, রাজাপুর, রামধননগর, কল্যানপুর, আনোয়ারপুর, ও পৌর এলাকার দূর্গাপুরসহ বিভিন্ন এলাকায় পেয়ারা চাষ করেছে স্থানীয় কৃষকরা। গাছে গাছে সবুজ পাতার আড়ালে ও ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় পেয়ারা।

ওই সব এলাকার এমন কোন বাড়ি নেই যার ১০-১৫টি গাছ নেই। যে দিকে দৃষ্টি যায় শুধু পেয়ারা আর পেয়ারা চোখে পড়ে। এ চাষে কম শ্রমে বেশী লাভ হওয়ায় ফলনশীল ধানজমি গুলোও পেয়ারা বাগানে রুপান্তরিত করছে কৃষকরা। বর্তমান পেয়ারার ভরা মৌসুম হওয়ায় এখানকার কৃষকরা ব্যাস্ত সময় পার করছেন। প্রতিদিন গড়ে পাইকারী ও খুচরা বাজারে ২ লাখ টাকার উপর পেয়ারা বিক্রি হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানান।
বর্তমানে দুর দুরান্তের ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের ভীড়ে ওই সব অঞ্চলগুলো এখন মুখরিত হয়ে উঠেছে। এখানকার পেয়ারা স্থানীয় চাহিদা মিটিয়ে ব্রাহ্মণবাড়িয়া ,আশুগঞ্জ কসবা ,কুমিল্লা ,নোয়াখালী, ভৈরব, কিশোরগঞ্জ, মাধবপুর ,শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে বিক্রি করছেন।

কৃষক আওয়াল ,বিল্লাল হোসেন বলেন এক সময় এসব এলাকার লোকজনের জীবন ধারন খুবই কষ্টকর ছিল। অভাব অনটন ছিল তাদের নিত্যসঙ্গী। অনাবাদি জমিতে পেয়ারা চাষ করে চমক সৃষ্টি করেছেন।
কৃষক মো: আফসর আলী বলেন, বাড়ি সংলগ্ন পতিত জমিতে বর্তমানে ৪০টি পেয়ারা গাছ রয়েছে। নিয়মিত পরিচর্যায় এ মৌসুমে পেয়ারার ফলন ভাল হয়েছে। গত বছর ৩২ হাজার টাকা বিক্রি হয়। আশা করছি এ বছর ৫০ হাজার টাকার উপর বিক্রি হবে।

খালেদ মিয়া জানায়, এ বছর ১০৫টি গাছে ভাল পেয়ারা ধরেছে। ইতিমধ্যে ১৭ হাজার টাকা বিক্রি হয়েছে বলে জানায়। তিনি আরো বলেন তার বাগান নিচু এলাকায় হওয়ায় ইতিমধ্যে পানি উঠেছে। তাই তিনি পেয়ারা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
মাধবপুরের পাইকার মো. জামাল মিয়া বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এখান থেকে মৌসুমী ফল নিয়ে বিক্রি করা হয়। বর্তমানে যেহেতু পেয়ারা ফল বাজারে উঠছে তাই এখান থেকে নিয়ে বিক্রি করা হচ্ছে। এখানকার পেয়ারা রসালো ও সুস্বাধু হওয়ায় বিক্রিতেও ভাল লাভ হয় বলে জানান।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন এখানকার মাটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগি। এ মৌসুমে পেয়ার ভাল ফলন হয়েছে। তাছাড়া ফলন ভাল করতে কৃষকদেরকে সার্বিক ভাবে পরামর্শ দেওয়া হয়।

পিবিএ/কাজী সুহিন/এসডি

আরও পড়ুন...