আখাউড়ায় ফেনসিডিলসহ মহিলা আটক

পিবিএ,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্ত:নগর উপকুল ট্রেন থেকে ১৫পিচ ফেনসিডিলসহ আসমা (৪০) নামে এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টায় তাকে আটক করা হয়। আটক আসমা কুমিল্লার ধর্মপুরের মো. সুমন মিয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ জানায়, লাকসাম থেকে ছেড়ে আসা ঢাকাগামি আন্ত:নগর উপকুল ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেন। এসময় ট্রেনের ভিতরে ওই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশী চালিয়ে ১৬ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...