আখাউড়ায় মাদক ব্যবসায়ী আটক

পিবিএ,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়ায় পৃথক স্থান থেকে ইয়াবা, গাজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ ও কল্যাণপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আখাউড়ায় পৃথক স্থান থেকে ইয়াবা, গাজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে পুলিশ।
মাদক ব্যবসায়ী আটক

আটককৃতরা হলো ওই ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে চন্নু মিয়া (২৯) ও আমোদাবাদ গ্রামের মো. আব্দুল খালেক ভূইয়ার ছেলে মো. রহিজ ভূইয়া (৪৮) ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. আরিফুল আমিন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ ও কল্যাণপুর পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাজা,৫৬ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পিবিএ/কেএমআই/আরআই

আরও পড়ুন...