পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে কোনো পণ্য নিচ্ছে না ভারতীয়রা। ওপারে দায়িত্বরত ১০ করোনা আক্রান্ত হওয়ায় ১২ জুন পর্যন্ত লকডাউন ঘোষণার প্রেক্ষিতে ভারতীয়রা পণ্য নেয়া বন্ধ করে দেয়। যে কারণে আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ছয়টি ট্রাক আটকা পড়েছে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো.ফোরকান আহমেদ খলিফা জানান, ওপারে দায়িত্বরত আটজন বিএসএফ সদস্য, একজন স্বাস্থকর্মী ও একজন কর্মচারির করোনা পজেটিভ আসার খবরে সেখানে বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। যে কারণে রবিবার সকাল থেকে কোনো পণ্য যাচ্ছে না।
প্রাথমিকভাবে দুইদিন পণ্য নেয়া হবে না বলে জানানো হয়েছে। তবে সেটা আরো বাড়তে পারে। তবে যাত্রী পারাপার হবে। বিষয়টি আখাউড়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
পিবিএ/কাজী সুহিন/এএম